সাবেক মেয়র আতিকুল ইসলামের কারাগারে প্রেরণ
- By Jamini Roy --
- 17 October, 2024
রাজধানীর মোহাম্মদপুর থানার তিনটি পৃথক হত্যা মামলায় ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলাসহ মোহাম্মদপুর থানার আরও দুটি হত্যা মামলায় আতিকুলকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে আতিকুলের পক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জামিনের আবেদন করেন, কিন্তু মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সেই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গতকাল বুধবার রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আতিকুলকে গ্রেপ্তার করে।
গত ১৮ আগস্ট ডিএনসিসির নগর ভবনে যান আতিকুল ইসলাম, কিন্তু এরপর তিনি আত্মগোপনে চলে যান। ১৯ আগস্ট সরকার তাঁকে ও দেশের অন্যান্য ১২ সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে।
আতিকুল ইসলাম ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে জয়লাভ করে প্রথমবার মেয়র পদে আসেন, এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পুনরায় মেয়র নির্বাচিত হন।